What is Crypto Airdrop?

Airdrop সম্পর্কে জানার আগে Cryptocurrency সম্পর্কে জানা প্রয়োজন। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটি পরিণত হয়েছে।


ক্রিপ্টোকারেন্সি এক ধরনের পিয়ার টু পিয়ার ব্যবস্থা। এতে তৃতীয় পক্ষের কোন নিয়ন্ত্রণ থাকে না। তাই কে কার কাছে এই ডিজিটাল মুদ্রা বিনিময় করছে তা অন্য কেউ জানতে পারে না। আবার পরিচয় গোপন রেখেও এটা দিয়ে লেনদেন করা যায়। তবে এর এনক্রিপটেড লেজার সব লেনদেনকে ঝুঁকিপূর্ণ হওয়া থেকে নিয়ন্ত্রণ করে। ক্রিপ্টোকারেন্সির ভ্যালুর উপর কোন দেশের সরকারেই হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তাই পৃথিবীর অনেক দেশেই এ ডিজিটাল মুদ্রার উপর সে দেশের সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।


উদাহরণঃ-
সাধারণভাবে আমরা যখন কারো কাছে টাকা পাঠাই, তখন ব্যাংকের সাহায্য নিই। আবার যদি ব্যাংক খোলা না থাকে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, ইউক্যাশ) বা অনেক ক্ষেত্রে কুরিয়ার ও পোষ্ট অফিসের মধ্যদিয়েও পাঠাই। এ প্রক্রিয়া সম্পন্নের জন্য সার্ভিজ চার্জ আদায় করে সেবাদানকারী প্রতিষ্ঠান। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে যেহেতু তৃতীয় পক্ষের কোন প্রয়োজন হয় না। তাই এর কোন বাড়তি চার্জও নেই। তবে সর্বনিম্ন চার্জ রয়েছে। আরো সহজে বোঝাতে চাইলে বলা যায় এ্যাপ ভিত্তিক কিছু সার্ভিসের কথা। অনেক সময় মোবাইলে মাই জিপি, মাই রবি বা ডিংটন, ক্যাম স্ক্যান ব্যাবহার করা হয়। এগুলোর মাধ্যমে রিচার্জ করলে পয়েন্ট আসে পরে সেগুলো দিয়ে ডাটা কেনা যায়। আর বিজ্ঞাপন দেখেও পয়েন্ট পাওয়া যায়। পরে সেই পয়েন্ট ব্যবহার করে কথা বলা ও মেগাবাইট কিনতে পাওয়া যায়।

Crypto Airdrop কি?


Crypto Airdrop হল Bitcoin, Ethereum এর মতো নির্দিষ্ট Blockchain এর Free Token বিতরণের প্রক্রিয়া। এটি একটি বিপনন কৌশল হিসেবেও বিবেচনা করা যেতে পারে। যেহেতু এর লক্ষ্যটি সাধারণত কোন নির্দিষ্ট  Token/Coin Crypto-Currency জগতে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ তারা আমাদের মাধ্যমে ক্রিপ্টো জগতে তাদের পরিচিতি বা ব্যবসায়িক সুবিধা অর্জন করার জন্য আমাদের মাধ্যমে কিছু প্রোমোশন করিয়ে নেয়। যার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কয়েন/টোকেন আমাদের কাজের পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকে। উক্ত কয়েন/টোকেন Exchange এ আসার পর আমরা বিক্রি করে টাকায় রুপান্তর করতে পারবো।।

বিঃদ্রঃ- কোন কয়েন/টোকেন এর নির্দিষ্ট কোন মূল্য নেই। কোন কয়েন/টোকেন এর মূল্য প্রতি মূহুর্তে পরিবর্তনশীল। কারণ কয়েন/টোকেন এর মূল্য ক্রেতা বিক্রেতার উপর নির্ভরশীল। অর্থাৎ কোন কয়েন বা টোকেন সর্বশেষ যে মূল্যে ক্রয় বা বিক্রয় করা হয় সেই মূল্যকেই ওই সময়ের মূল্য হিসেবে ধরা হয়ে থাকে।।

Airdrop এ কাজ করার জন্য যে সব Social একাউন্টের প্রয়োজনঃ-

1. Telegram
2. Twitter
3. Facebook
4. Instagram
5. Linkdin
6. Mediam
7. Youtube ইত্যাদি।।

No comments

Powered by Blogger.